সিএমও : স্বত্বাধিকার সুরক্ষার সক্ষম সংস্থা

>> মনজুরুর রহমানবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2014, 05:44 PM
Updated : 22 April 2014, 05:44 PM

১৪৫০ খ্রিষ্টাব্দে ইউরোপে কপিরাইট ধারণার উদ্ভবের পূর্বেও পৃথিবীব্যাপী সৃষ্টিশীল মানুষ মেধাসম্পদের সাধনা ও চর্চা করেছে। তাই মানব সভ্যতার সূচনা ও বিকাশের অন্য নাম সাংস্কৃতিক কর্মকাণ্ডের ক্রমবিবর্তন। যুগে-যুগে, কালে-কালে মানুষ আনন্দ-আবেগ আর দুঃখ-যন্ত্রণাকে তার অভিব্যক্তি দিয়ে, কণ্ঠের সুর দিয়ে, পাহাড়ের পাথুরে শরীরকে ক্যানভাস বানিয়ে ছবি এঁকে মেধা ও মননকে শাণিত করেছে।  (পড়তে ক্লিক করুন)