গাব্রিয়েল গার্সিয়া মার্কেস: তাহলে গানের কথাই বলি

রাজু আলাউদ্দিনরাজু আলাউদ্দিন>>বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2014, 04:14 PM
Updated : 19 April 2014, 04:14 PM

মেহিকো থেকে প্রকাশিত এল প্রসেসো পত্রিকা তার মৃত্যুর বেশ কয়েক বছর আগে মার্কেসকে নিয়ে একটা সংখ্যা করেছিলো। তাতে মার্কেসকে নিয়ে লেখাতো ছিলোই, ছিলো মার্কেসের নিজের লেখাও। তার নিজের লেখাগুলোর একটি ছিলো সঙ্গীত বিষয়ে। এমন নয় যে এই প্রথম তিনি এ বিষয়ে লিখলেন। সাংবাদিক-জীবনে পত্রিকায় তো বটেই, এমনকি পরবর্তীকালেও তার উপন্যাস ও গল্পে গানের এবং বাদ্যযন্ত্রের প্রসঙ্গ এসেছে বহুবার। গান বিষয়ে মার্কেসের এই লেখাটি এখনও পর্যন্ত তার কোনো গ্রন্থে অন্তর্ভুক্ত হয়নি। দুর্লভ এ লেখাটি স্পানঞল থেকে অনুবাদ করেছেন কবি ও প্রাবন্ধিক রাজু আলাউদ্দিন। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)