মিয়ানমারের বিক্ষোভকারীদের প্রতিবাদের প্রতীক ‘ইস্টার এগ’
>> রয়টার্স
Published: 04 Apr 2021 10:20 PM BdST Updated: 04 Apr 2021 10:20 PM BdST
বিশ্বে রোববার পালিত হয়েছে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে। মিয়ানমারে সেনাঅভ্যুত্থানের বিরুদ্ধে এদিন প্রতিবাদের প্রতীক হিসেবে ‘ইস্টার এগ’ কে বেছে নিয়েছিলেন দেশটির গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীরা।
গত ২৭ মার্চ মিয়ানমারের সশস্ত্র বাহিনী দিবসে জান্তাবাহিনীর গুলিতে ১১৪ বিক্ষোভকারী নিহত হয়। যা গত ১ ফেব্রুয়ারির সেনাঅভ্যুত্থানের পর মিয়ানমারের সব থেকে রক্তাক্ত দিনে পরিণত হয়েছে।
ওই দিনের পর বিক্ষোভকারীরা বড় বড় নগরী ছেড়ে ছোট ছোট শহরগুলোতে খণ্ড খণ্ড বিক্ষোভ করছিল। যদিও তাতেও রক্তঝরা থামেনি। প্রতিদিন কোথাও না কোথাও পুলিশ ও নিরাপত্তা বাহিনীর গুলিতে বিক্ষোভকারীদের প্রাণ গেছে।

রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে বিক্ষোভকারীরা ডিমের উপর প্রতিবাদের নানা বাক্য লিখে সেগুলো পোস্ট করেন। সেখানে ‘বসন্ত বিপ্লব’, ‘আমরা অবশ্যই জিতব’, ‘এমএএইচ চলে যাও’ লেখা বার্তা দেখা যায়।

রাজধানী নেপিডো ছাড়ও রোববার দেশটির দ্বিতীয় বৃহৎ নগরী মান্দালাইতে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছেন।
উত্তর এবং দক্ষিণের আরো কয়েকটি শহরেও বিক্ষোভ হয়েছে।

বিক্ষোভ দমনে গুলি চালানোর পাশপাশি ক্ষমতা দখলকারী জান্তাবাহিনী ইন্টারনেট ও ব্রডব্যান্ড সংযোগ বন্ধ করে দিয়ে বিক্ষোভকারীদের সংগঠিত হওয়া আটকাতে চাইছে। এছাড়া, সেনাবাহিনীর কঠোর সমালোচক হিসেবে পরিচিত দেশটির ৪০ জন নাগরিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।
-
কোভিড-১৯: দ্বিতীয় ঢেউয়ে কেন বিপর্যস্ত ভারত
-
কোভিড-১৯: ভারতে দৈনিক মৃত্যু ২০০০ ছাড়াল
-
২০২০ সালে মৃত্যুদণ্ড কার্যকরে শীর্ষ ৫ দেশের ৪টিই মধ্যপ্রাচ্যের
-
স্বামীর মৃত্যুর পর প্রথম জন্মদিন অনাড়ম্বরভাবে কাটাবেন রানি
-
জর্জ ফ্লয়েড হত্যায় ডেরেক শভিন দোষী সাব্যস্ত
-
মহামারীর মধ্যে অক্সিজেন সঙ্কটে দিল্লি
-
মিশরের ট্রেন দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ২৩
-
পুতিনের ভাষণের সময় বিক্ষোভ প্রদর্শন করবে নাভালনির সমর্থকরা
-
যুক্তরাষ্ট্রে ফ্লয়েডের রায়ের দিন পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ কিশোরী নিহত
-
২০২০: মৃত্যুদণ্ড কার্যকরে শীর্ষ ৫ দেশের চারটি মধ্যপ্রাচ্যের
-
কোভিড-১৯: দ্বিতীয় ঢেউয়ে কেন বিপর্যস্ত ভারত
-
স্বামীর মৃত্যুর পর প্রথম জন্মদিন অনাড়ম্বরভাবে কাটাবেন রানি
-
পুতিনের ভাষণের সময় বিক্ষোভ প্রদর্শন করবে নাভালনির সমর্থকরা
-
কোভিড-১৯: ভারতে দৈনিক মৃত্যু ২০০০ ছাড়াল
সর্বাধিক পঠিত
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
- সুপার লিগ থেকে সরে দাঁড়াল ইংল্যান্ডের সব দল
- ছাত্রদের উসকে দিয়ে ক্ষমতা দখলের চেষ্টায় ছিলেন মামুনুল: পুলিশ
- ষষ্ঠবার নির্বাচিত শাদের প্রেসিডেন্ট ‘যুদ্ধক্ষেত্রে’ নিহত
- কোভিড-১৯: আলমগীর হাসপাতালে
- চূড়ান্ত টেস্ট স্কোয়াডেও শরিফুল, নেই শুভাগত
- এবার মদ্রিচকেও হারাল রিয়াল
- সুপার লিগকে বাধা না দিতে ফিফা-উয়েফাকে নির্দেশ
- অ্যাস্ট্রাজেনেকা’র কোভিড-১৯ ভ্যাকসিন: রক্ত জমাট বাঁধার সমস্যা ও লক্ষণ