কমলা হ্যারিসের বাসভবনের বাইরে থেকে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সরকারি বাসভবনের বাইরে থেকে অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2021, 05:03 PM
Updated : 18 March 2021, 05:03 PM

টেক্সাসের স্যান অ্যান্টোনিওর বাসিন্দা ৩১ বছর বয়সী পল মুরের গাড়ি থেকে একটি বন্দুক ও শতাধিক রাউন্ড গুলি ও ৫টি ম্যাগাজিন পাওয়া গেছে।

বুধবার মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাসভবন ওয়াশিংটন ডিসির ইউএস নেভাল অবজারভেটরির বাইরে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন।

ওয়াশিংটন মেট্রপলিটন পুলিশের এক মুখপাত্র জানান, স্থানীয় সময় দুপুর ১২টা ১২ মিনিটের দিকে তাদের কর্মকর্তারা মার্কিন সিক্রেট সার্ভিসের হাতে আটক সন্দেহভাজন এক ব্যক্তির কথা জানতে পারেন। পরে তারা সেখানে গিয়ে মুরেকে গ্রেপ্তার করেন।

টেক্সাসের এ যুবকের বিরুদ্ধে বিপজ্জনক অস্ত্র বহনসহ বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে।

তার কাছ থেকে আধাস্বয়ংক্রিয় এআর-১৫ বন্দুক, অনিবন্ধিত ১১৩ রাউন্ড গুলি ও ৫টি ৩০ রাউন্ডের ম্যাগাজিন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

মুরেকে আটক করার সময় মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাসভবনে গোয়েন্দা নিরাপত্তা পান এমন কেউই ছিলেন না বলে সিক্রেট সার্ভিসের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।