ইরানে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের টিকা আমদানি নিষিদ্ধ করলেন খামেনি

করোনাভাইরাসে উচ্চ মৃত্যুহারের মধ্যেও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সরকারকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে ফাইজার/বায়োএনটেক এবং অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ টিকা আমদানি করতে নিষেধ করেছেন।

>>রয়টার্স
Published : 8 Jan 2021, 01:21 PM
Updated : 8 Jan 2021, 01:21 PM

‘পশ্চিমা দেশগুলোকে বিশ্বাস করা যায় না’ বলে যুক্তি দেখিয়েছেন তিনি।

শুক্রবার টিভিতে লাইভ সম্প্রচারে এক বক্তব্যে খামেনি ইরানের দীর্ঘদিনের দুই বৈরিদেশ যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রকে নিয়ে ঘোরতর সন্দেহ উস্কে দিয়ে বলেন, তারা অন্য দেশগুলোতে সংক্রমণ ছড়িয়ে দেওয়ার চেষ্টা নিয়ে থাকতে পারে।

তাই তাদের কাছ থেকে টিকা না নিয়ে ইরান বরং বিশ্বাসযোগ্য অন্য কোনও জায়গা থেকে টিকা নিতে পারে বলে তিনি উল্লেখ করেন।

অন্য কোথা থেকে টিকা নেবেন সে ব্যাপারে খামেনি বিস্তারিত কিছু বলেননি। তবে চীন এবং রাশিয়া দুই-ই ইরানের মিত্রদেশ।

খামেনি বলেন, “যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের টিকা ইরানে আমদানি করা নিষিদ্ধ…সেগুলোর ওপর একেবারেই আস্থা রাখা যায় না। অন্য দেশগুলোতে তাদের সংক্রমণ ছড়িয়ে দিতে চাওয়াটা অসম্ভব কিছু না।”

১৯৮০ এবং ১৯৯০ এর দশকে ফ্রান্সের রক্ত সরবরাহ কেলেঙ্কারির প্রসঙ্গ টেনে খামেনি বলেন, “আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি ফ্রান্সের সরবরাহ করা রক্তে এইচআইভি দূষণ ছিল। ফ্রান্সের টিকাতেও আর বিশ্বাস রাখা যায় না।”

ইরান তাদের নিজস্বভাবে তৈরি কোভিড-১৯ টিকা মানবদেহে পরীক্ষা করতে শুরু করেছে গত মাসের শেষ দিকে। এই টিকা দিয়েই ইরানে করোনাভাইরাসকে পরাস্ত সম্ভব হবে বলে ভাষ্য তাদের।