করোনাভাইরাস আক্রান্ত হতে পারে ৭০% জার্মান: মের্কেল

জার্মানির জনসংখ্যার ৬০ থেকে ৭০ শতাংশই করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে বলে সতর্ক করেছেন চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2020, 03:32 PM
Updated : 11 March 2020, 04:12 PM

বুধবার বার্লিনে স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পানের সঙ্গে একটি সংবাদ সম্মেলনে মের্কেল এ ধারণা প্রকাশ করেন বলে জানিয়েছে বিবিসি।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে জার্মান সরকারের পক্ষ থেকে এটিই মের্কেলের প্রথম সংবাদ সম্মেলন। তিনি বলেন, “এখন পর্যন্ত কোন প্রতিষেধক আবিস্কার না হওয়ায়, ভাইরাস ছড়ানোর গতি কীভাবে কমানো যায় সেদিকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।”

ভাইরাস ঠেকানোর কোনো ব্যবস্থা বা কার্যকর উপায় এখনো না থাকার কারণেই জনসংখ্যার ৬০ থেকে ৭০ শতাংশ (৫ কোটি ৮০ লাখ মানুষ) করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন বলে জানান মের্কেল।

জার্মানিতে এরই মধ্যে ১২৯৬ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছে৷ এখন পর্যন্ত মৃত্যু হয়েছে তিনজনের৷ তৃতীয়জন মারা গেছেন বুধবার৷ তিনজনেরই মৃত্যু হয়েছে পশ্চিমাঞ্চলের জেলা হাইন্সব্যার্গে৷

মের্কেল এ পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেছেন, ‘‘আমাদের সবাইকে ঐক্য, বোধ-বুদ্ধি আর ভালোবাসার পরীক্ষা দিতে হবে। আশা করি সে পরীক্ষায় আমরা উত্তীর্ণ হব।” তবে জার্মানি সীমান্ত বন্ধের পক্ষে নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান৷

ইতালিতে করোনাভাইরাসের নতুন রোগী ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় দেশজুড়ে চলাচলের ওপর কড়াকড়ি আরোপের কারণে দেশটি পুরোপুরি অবরুদ্ধ হয়ে আছে।

এমন প্রেক্ষাপটে ইউরোপের বিভিন্ন দেশে সীমান্ত বন্ধের দাবি উঠছে৷ জার্মানির প্রতিবেশী দেশ অস্ট্রিয়া ইতালির নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে৷ তবে জার্মানি এমন পদক্ষেপ নেওয়ার পক্ষে নয়৷ জার্মান স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, সীমান্ত বন্ধ করে ভাইরাসের বিস্তার ঠেকানো যাবে না৷