‘ইরানের সমৃদ্ধকরণ মধ্যম পর্যায়ের হলেও এটি বোমার পথে যাত্রা’

ইরানের ঘোষিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বৃদ্ধির মাত্রা ‘মধ্যম পর্যায়ের’ হলেও দেশটি ‘পারমাণবিক অস্ত্রের পথে যাত্রা শুরু করেছে’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের জ্বালানিমন্ত্রী।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2019, 08:58 AM
Updated : 7 July 2019, 08:59 AM

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য জ্বালানিমন্ত্রী ইভুল স্টাইনেজ রোববার দেশটির ইনেট টেলিভিশনকে একথা বলেছেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

“ইরান শুরু করেছে- যদিও এখন পর্যন্ত এটি মধ্যম পর্যায়ের বৃদ্ধি- কিন্তু তারা তাদের ওপর আরোপিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সীমা ভেঙে বের হয়ে আসার জন্য বাড়ানো শুরু করেছে,” বলেছেন তিনি।

“এর মানে তারা সমঝোতা হওয়া রেড লাইন মুছে ফেলা শুরু করে এগিয়ে যাওয়া শুরু করেছে, এই এগিয়ে যাওয়া সাধারণ নয়, এটি পারমাণবিক অস্ত্রের দিকে এগিয়ে যাওয়া।”

পারমাণবিক কর্মসূচীর বিষয়ে আন্তর্জাতিকভাবে সমঝোতা হওয়া সীমা তেহরান ভাঙছে এবং সম্ভাব্য বোমা তৈরির দিকে যাত্রা শুরু করেছে বলে অভিযোগ করেছেন স্টাইনেজ।

রোববার ইরান ঘোষণা করেছে, ২০১৫ সালের পারমাণবিক চুক্তিতে বেঁধে দেওয়া সীমার (৩.৭ শতাংশ) উপরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করতে যাচ্ছে তারা।