বক্তৃতার সময় কাঁধে বসা তেলাপোকা নিয়ে দুতার্তের কৌতুক

নির্বাচনী প্রচার সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় আঙ্গুল সমান এক তেলাপোকা উড়ে এসে কাঁধে বসার পর মনোযোগ না হারিয়ে বরং পতঙ্গটিকে নিয়ে কৌতুক করেছেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 May 2019, 08:00 AM
Updated : 9 May 2019, 08:07 AM

বুধবার রাতে মধ্যাঞ্চলীয় বোহোল প্রদেশে ওই সমাবেশে ৭৪ বছর বয়সী দুতার্তে দল মনোনীত সিনেট প্রার্থীদের পক্ষে প্রচার চালাচ্ছিলেন; ভিডিও ফুটেজে এ সময় হঠাৎ করেই একটি তেলাপোকাকে তার বাম কাঁধে উড়ে এসে বসতে দেখা গেছে।

পোকাটি সরাতে দুতার্তের এক নারী সহকর্মী দৌড়ে এলেও কাজ হয়নি; তেলাপোকাটিকে এরপর কাঁধ থেকে নেমে প্রেসিডেন্টের শার্টের সামনের অংশের দিকে অগ্রসর হতে দেখা যায়, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

উদ্বিগ্ন সহকর্মীর কাছে থেকে সতর্ক হয়ে দুতার্তে ওই আঙ্গুল সমান পতঙ্গটিকে টোকা দিয়ে নিচে ফেলে দেন, মাটিতে পা ঠুকেন।

এরপর কৌতুক করে বলেন, তেলাপোকাটিকে প্রধান বিরোধী দল লিবারেল পার্টি পাঠিয়ে থাকতে পারে।

“এটা যে লিবারেল, তা নিশ্চিত,” সমর্থকদের সম্মিলিত হাসির মধ্যে বলেন দুতার্তে।

তেলাপোকার এ হানা ছাড়া তার দুই ঘণ্টার বক্তৃতার বাকি সময়টুকু নির্বিঘ্নেই কাটে।