বিক্ষোভ দমাতে সেনা মোতায়েন পাকিস্তানে

ধর্ম অবমাননার অভিযোগ তুলে আইনমন্ত্রীর অপসারণ দাবিতে ইসলামপন্থিদের বিক্ষোভ-সহিংসতা দমাতে রাজধানী ইসলামাবাদে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকার।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2017, 06:11 PM
Updated : 25 Nov 2017, 06:53 PM

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামবাদের গুরুত্বপূর্ণ একটি সড়ক অবরোধকারী বিক্ষোভকারীদের সরাতে শনিবার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে সহিংসতায় প্রায় দুইশ মানুষ আহত হওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানের আইনমন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভে তেহরিক-ই-লাবাইকের সদস্যরা

নির্বাচনী শপথ থেকে হযরত মোহাম্মদ (স.) এর কথা বাদ দিয়ে আইনমন্ত্রী জাহিদ হামিদ ধর্ম অবমাননা (ব্লাসফেমি) করেছেন অভিযোগ তুলে তার অপসারণ দাবি করে কট্টর ইসলামপন্থি সংগঠন তেহরিক-ই-লাবাইক।

সংগঠনের নেতাকর্মীরা কয়েক সপ্তাহ ধরে ইসলামাবাদের মূল প্রবেশ দ্বার ফয়জাবাদে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে।

শনিবার সকালে সেখান থেকে তাদের সরাতে কাঁদুনে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। ওই অভিযানে পাকিস্তানের এলিট পুলিশ ও আধা সামরিক বাহিনীর প্রায় সাড়ে আট হাজার সদস্য অংশ নেয়।

তবে বিক্ষোভকারীদের দমাতে ব্যর্থ হয়ে ওই অভিযান স্থগিত করা হয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম বলছে, বিক্ষোভকারীরা পাঞ্জাবে ওই মন্ত্রীর বাড়িতেও হামলা করেছে। তবে মন্ত্রী ও তার পরিবারের সদস্যরা সে সময় সেখানে ছিলেন না।

করাচিসহ অন্যান্য শহরেও বিক্ষোভ ছড়িয়ে পড়ছে বলে পাকিস্তানভিত্তিক ডনের এক প্রতিবেদনে জানানো হয়েছে।