আইএস নেতা বাগদাদি সিরিয়ায়!

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) নেতা আবু বকর আল বাগদাদিকে সিরিয়ায় দেখা যাওয়ার খবর জানিয়েছে হিজবুল্লাহ পরিচালিত একটি মেডিয়া ইউনিট।

>>রয়টার্স
Published : 10 Nov 2017, 04:32 PM
Updated : 10 Nov 2017, 04:38 PM

সিরিয়ার আলবু কামাল শহরে সিরীয় সেনা ও তাদের মিত্র বাহিনীর আইএস বিরোধী অভিযান চলার সময় বাগদাদিকে দেখা গেছে বলে শুক্রবার জানিয়েছে ওই সামরিক ইউনিট।  তবে তারা বাগদাদির ব্যাপারে বিস্তারিত কোনও তথ্য দেয়নি।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী জানিয়েছে, তাদের  কাছে বাগদাদির অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট কোনও তথ্য নেই।

গত বৃহস্পতিবারই আইএস এর বিরুদ্ধে জয় ঘোষণা করে সিরিয়ার সেনাবাহিনী। আলবু কামাল শহর দখলে নিয়ে আইএস এর খিলাফতের শাসনের যুগের অবসান ঘটানো হয়েছে বলে জানায় তারা।

তারপরও আলবু কামাল শহরের কাছাকাছি কয়েকটি এলাকায় অবশিষ্ট আইএস জঙ্গিদের সঙ্গে লড়াই এখনও চলছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

ওদিকে, শুক্রবার সিরিয়ার যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ সংগঠন ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, আলবু কামালের অর্ধেক এলাকা আইএস পুর্নদখল করেছে।

আইএস নেতা বাগদাদির আহত ও নিহত হওয়ার খবর এর আগে একাধিকবার চাউর হয়েছে।

সর্বশেষ এবছরেই কয়েকমাস আগে রাশিয়ার দাবি করেছিল, বিমান হামলায় নিহত হয়েছেন বাগদাদি। তবে সেপ্টেম্বরেই তার একটি অডিও বার্তা প্রকাশিত হয়। কিন্তু ওই বার্তার সত্যতা যাচাই করা যায়নি।