চিহ্নিত হয়েছে ভারতের সাংবাদিক গৌরি লঙ্কেশের খুনিরা

ভারতে বেঙ্গালুরুর খ্যাতনামা সাংবাদিক গৌরি লঙ্কেশের খুনিদেরকে তদন্তকারীরা চিহ্নিত করেছেন বলে জানিয়েছে কর্নাটক সরকার।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2017, 12:07 PM
Updated : 3 Oct 2017, 12:36 PM

কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী রামলিঙ্গ রেড্ডি মঙ্গলবার এনডিটিভি-কে বলেছেন, ‘‘কারা এ ঘটনা ঘটিয়েছে, আমরা জানতে পেরেছি।’’ তবে এর চেয়ে বেশিকিছু বলতে রাজি হননি তিনি।

অভিযুক্তদের অপরাধের স্বপক্ষে আরও তথ্য-প্রমাণ জোগাড়ের চেষ্টা চলছে বলে জানান রেড্ডি। তদন্তকারীরা কি জেনেছেন তা এখনই বলে দিলে তথ্য জোগাড়ের প্রচেষ্টা ব্যাহত হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন রেড্ডি।

গত ৫ সেপ্টেম্বর নিজের বাড়ির সামনে বন্দুকধারীর গুলিতে নিহত হন ৫৫ বছর বয়সী গৌরি লঙ্কেশ। বাড়ির সিসিটিভি ক্যামেরায় হেলমেটে মুখ ঢাকা এক ব্যক্তিকে গৌরির বুকে গুলি চালাতে দেখা গেছে।

গৌরি লঙ্কেশ খুন হওয়া নিয়ে ভারতে প্রতিবাদের ঝড় ওঠে। গৌরি কট্টরপন্থিদের বিরুদ্ধে সোচ্চার থাকায় এ খুনের জন্য অনেকে হিন্দুপন্থিদের দিকে আঙুল তুলেছে। ওদিকে  ভারতীয় জনতা পার্টি বিজেপি  পাল্টা আঙুল তোলে কংগ্রেসের দিকে।

কংগ্রেস শাসিত কর্নাটক প্রশাসন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় এ হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ তোলে সমালোচকরা।

রাজ্য সরকারের অনেক কর্মকর্তার ধারণা, সাংবাদিক গৌরি হত্যাকাণ্ডের সঙ্গে প্রখ্যাত শিক্ষাবিদ এমএম কালবুর্গির হত্যাকাণ্ডের মিল রয়েছে।  তাকেও প্রায় একই কায়দায় খুন করা হয়েছিল।

কর্নাটকের ধাওয়াড়ে দু’বছর আগে নিজ বাড়িতেই দুর্বৃত্তের গুলিতে নিহত হন কালবুর্গি। তার খুনিদের এখনও চিহ্নিত করতে পারেনি পুলিশ।

গৌরি লঙ্কেশ হত্যাকাণ্ড তদন্তকাজের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দুই হত্যাকাণ্ডের মধ্যে কোনও যোগ আছে কী না তা নিশ্চিত হতে কালবুর্গির দেহে পাওয়া বুলেট ‘সম্ভবত স্কটল্যান্ড ইয়ার্ডের’ কাছে পাঠানো হয়েছে; সেটি ফেরত না আসায় এ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

গৌরি লঙ্কেশ হত্যাকাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ঝড় তুলেছে। অনেক টুইটার ব্যবহারকারী বলছেন, বামপন্থি হিসেবে পরিচিত এই সাংবাদিকের মৃত্যুতে বিজেপি সমর্থকদের উল্লসিত হতে দেখা গেছে।

কট্টর এ বিজেপি সমর্থকদের অনেককে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টুইটারে অনুসরণ করেন; ক্ষুব্ধ জনতার চাপেও ভারতের প্রধানমন্ত্রী সেই কাজ অব্যাহত রেখেছেন বলে অভিযোগ আছে।