আব্বাসি পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী

আদালতে অযোগ্য ঘোষিত হয়ে নওয়াজ শরিফ প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর শহিদ খাকান আব্বাসিকে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে পার্লামেন্ট।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2017, 01:41 PM
Updated : 3 Nov 2019, 12:44 PM

নওয়াজ পদত্যাগ করায় ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আব্বাসিকে মনোনয়ন দিয়েছিল। এরপর মঙ্গলবার পার্লামেন্টে ২২১-৩৪২ ভোটে আব্বাসি নির্বাচিত হন।

নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ শরিফ পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত আব্বাসির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবেই দায়িত্ব পালনের কথা রয়েছে।

পার্লামেন্টের ভোটে নির্বাচিত হওয়ার পর এখন প্রেসিডেন্টের কাছ থেকে শপথ নিয়ে আব্বাসি কাজ শুরু করবেন।

আব্বাসি নওয়াজ শরিফের দীর্ঘদিনের মিত্র। বিরোধী দলগুলো প্রধানমন্ত্রী পদের জন্য প্রার্থী দিলেও পার্লামেন্টে  পিএমএল-এন এর সংখ্যাগরিষ্ঠতা থাকায় আব্বাসি সহজেই নির্বাচিত হলেন।

তিনি অন্তত ৪৫ দিনের জন্য অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

আগামী ছয় সপ্তাহের মধ্যে নওয়াজের ভাই শাহবাজ শরিফ উপনির্বাচনে জিতে আসলে আব্বাসি তার কাছে দায়িত্ব হস্তান্তর করবেন বলে মনে করা হচ্ছে।