যুক্তরাজ্যে প্রথম মুসলিম সমকামী জুটির বিয়ে
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jul 2017 10:19 PM BdST Updated: 11 Jul 2017 10:35 PM BdST
-
ছবি: ইনডিপেনডেন্ট থেকে নেওয়া ছবি
যুক্তরাজ্যে ‘প্রথমবারের মত’ মুসলিম ধর্মের এক সমকামী জুটি বিয়ে করেছে।
‘দ্য ইনডিপেনডেন্ট’ জানায়, ওয়েস্ট মিডল্যান্ডসের ওয়ালসালে শহরে জাহেদ চৌধুরি ও সেয়ান রোগান বিয়ে করেছেন।
শহরের বিয়ে নিবন্ধন কার্যালয়ে প্রিয়জনদের উপস্থিতিতে এ জুটির বিয়ে হয়। অনলাইনে ছড়িয়ে পড়া বিয়ের ভিডিও এবং ছবিতে তাদেরকে বাংলাদেশি বিয়ের ঐহিত্যবাহী পোশাকে দেখা যায়।
বিয়ের পর ২৪ বছরের জাহেদ ‘দ্য এক্সপ্রেস অ্যান্ড স্টার’কে নিজের অনুভূতি জানিয়ে বলেন, “নিজেকে সব সময়ই বাংলাদেশি মুসলিম পরিবারের কুলাঙ্গার বলে মনে হত। স্কুলে আমাকে উৎপীড়নের শিকার হতে হয়েছে। অন্য মুসলিমরা আমার ওপর চড়াও হত এবং স্থানীয় মসজিদে আমার যাওয়া নিষিদ্ধ ছিল।”
“রোগানের সঙ্গে দেখা হওয়ার আগে আমি আত্মহত্যারও চেষ্টা করেছিলাম।”
‘ইনডিপেনডেন্ট’ জানায়, ২০১৫ সাল থেকে জাহেদ-রোগান জুটি একসঙ্গে বসবাস শুরু করে। গত বছর নিজের জন্মদিনে রোগান তাকে বিয়ের প্রস্তাব দেন।
জাহেদ বলেন, “আমি লোকজনকে দেখাতে চাই যে, আমি এসব পাত্তা দেই না। আমার পরিবার আমার বিয়েতে উপস্থিত থাকতে চায়নি, তারা এ বিয়ে দেখতেই চায়নি, এটি তাদের জন্য অস্বস্তিদায়কও বটে।”
“তারা ভাবে এটি এক ধরনের রোগ যার চিকিৎসা আছে। আমার পরিবারের কেউ কেউ এটিকে এখনও গ্রহের দশা ভাবে।”
“আমি এরকম পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া সব মানুষকে বলতে চাই, এটি আসলে ঠিকই আছে। আমরা পুরো বিশ্বকে দেখাতে চাই, আমরা একইসঙ্গে সমকামী এবং মুসলিম হতে পারি।”
১৯ বছরের রোগান বলেন, তিনি জীবনের প্রতিটি পদক্ষেপে তার স্বামীর পাশে থাকবেন।
“সমকামী হওয়া কোনও অপরাধ নয়। এটি কোনও অসুস্থতাও নয়। শুধু মানুষের একটু সমর্থন প্রয়োজন।”
২০১৩ সালে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে সমলিঙ্গের বিয়ে বৈধ ঘোষণা করা হয়।
যদিও ‘দ্য মুসলিম কাউন্সিল অব ব্রিটেন’ এবং ‘দ্য চার্চ অব ইংল্যান্ড’ এ আইনের বিপক্ষে।
-
শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
-
যুক্তরাষ্ট্রের উন্নত দুই রকেট ব্যবস্থা ধ্বংসের দাবি রাশিয়ার
-
মর্গেও ৬০ গুলিবিদ্ধ কৃষ্ণাঙ্গ যুবকের মৃতদেহে হাতকড়া পরানো ছিল
-
ভারত-চীন থেকে তিন মাসে রাশিয়ার আয় ২৪০০ কোটি ডলার
-
প্রধানমন্ত্রী পদে টিকে থাকার লড়াইয়ে বরিস জনসন
-
মোদীর মন্ত্রিসভা থেকে মুখতার আব্বাস নাকভির পদত্যাগ
-
আরও মন্ত্রীর পদত্যাগ, এমপি’দের প্রশ্নের মুখে জনসন
-
রাশিয়ার ওপর চাপ সৃষ্টিতে জি২০-কে ‘ব্যবহার’ করতে চান ব্লিনকেন
-
মর্গেও ৬০ গুলিবিদ্ধ কৃষ্ণাঙ্গ যুবকের মৃতদেহে হাতকড়া পরানো ছিল
-
ভারত-চীন থেকে তিন মাসে রাশিয়ার আয় ২৪০০ কোটি ডলার
-
শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
-
যুক্তরাষ্ট্রের উন্নত দুই রকেট ব্যবস্থা ধ্বংসের দাবি রাশিয়ার
-
মোদীর মন্ত্রিসভা থেকে মুখতার আব্বাস নাকভির পদত্যাগ
-
প্রধানমন্ত্রী পদে টিকে থাকার লড়াইয়ে বরিস জনসন
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের