ক্ষমতায় বসেই কসাইখানা বন্ধ করছেন আদিত্যনাথ

ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ক্ষমতা গ্রহণের তিনদিন না পেরোতেই নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যে কসাইখানা বন্ধের কাজ শুরুর নির্দেশ দিয়েছেন পুলিশকে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2017, 01:04 PM
Updated : 22 March 2017, 01:04 PM

এনডিটিভি জানিয়েছে, পুলিশ কর্মকর্তাদেরকে কসাইখানা বন্ধের কর্মপরিকল্পনা তৈরি করতে বলেছেন আদিত্যনাথ।

পাশাপাশি তিনি রাজ্যে গবাদি পশু চোরাচালান বন্ধ করাসহ এ ক্ষেত্রে কোনওরকম সহনশীলতা না দেখানোরও নির্দেশ দিয়েছেন।

কর্মকর্তারা বলছেন, কেবলমাত্র অবৈধ কসাইখানাগুলোই বন্ধ করা হবে। গত দুইদিনে অবৈধ এবং অনুমোদনহীন কসাইখানাগুলো বন্ধ করা হয়েছে এলাহাবাদ, বারানসি, আগ্রা এবং গাজিয়াবাদে। এখন কসাইখানা বন্ধে রাজ্যজুড়ে সরকারি কর্মকর্তাদের পরিদর্শন শুরু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তাদের নির্বাচনী ইশতেহারে অবৈধ এবং যন্ত্রচালিত কসাইখানা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিল। তবে বিজেপির সভাপতি অমিত শাহ নির্বাচনী প্রচারণায় সব কসাইখানা বন্ধের কথা বলায় বিষয়টি নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়।

বিজেপি নির্বাচনী ইশতেহারে গবাদি পশু চোরাচালান বন্ধের কথাও বলেছিল। চোরাচালানের কারণে রাজ্যে দুগ্ধজাত শিল্পের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে বলে যুক্তি দেখিয়েছিল তারা।  এর আগে সমাজবাদী পার্টির আমলে গবাদি পশুর সংখ্যা কমে যাওয়ার কথাও বলেছিল বিজেপি।