বিশ্ব ভয়াবহ মানবিক বিপর্যয়ের হুমকিতে: জাতিসংঘ

বিশ্বকে ১৯৪৫ সালের পর সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট মোকাবেলা করতে হচ্ছে জানিয়ে সম্ভাব্য ‘বিপর্যয়’ এড়াতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আবেদন করেছে জাতিসংঘ।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2017, 11:45 AM
Updated : 11 March 2017, 12:25 PM

ইয়েমেন, সোমালিয়া, ‍সাউথ সুদান এবং নাইজেরিয়ায় দুই কোটির বেশি মানুষ অনাহার ও দুর্ভিক্ষের হুমকিতে রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবিক বিষয়ক প্রধান স্টেফেন ও’ব্রিয়েন। 

তিনি বলেন, এই বিপর্যয় এড়াতে জুলাই মাসের মধ্যে ৪৪০ কোটি মার্কিন ডলার প্রয়োজন।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এরই মধ্যে সতর্ক করে বলেছে, বিশ্ব জুড়ে এ বছর প্রায় ১৪ লাখ শিশু ক্ষুধায় মারা যাবে।

শুক্রবার নিরাপত্তা পরিষদের বৈঠকে ও’ব্রিয়েন বলেন, “আমরা ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। এ বছরের শুরুতে এরই মধ্যে বিশ্বজুড়ে যে মানবিক সংকট দেখা ‍দিয়েছে তা জাতিসংঘ গঠনের পর আমাদের মোকাবেলা করা সবচেয়ে ভয়াবহ বিপর্যয়।”

“বর্তমানে মাত্র চারটি দেশেই দুই কোটির বেশি মানুষকে অনাহার ও দুর্ভিক্ষ মোকাবেলা করতে হচ্ছে। যৌথ ও সমন্বিত বৈশ্বিক প্রচেষ্টা ছাড়া শুধুমাত্র না খেতে পেয়ে বহু মানুষের মৃত্যু হবে। এছাড়ও অনেকে রোগে ভুগে মারা যাবে।”