বিশ্বে ৯০ শতাংশ মানুষই দূষিত বাতাসে শ্বাস নিচ্ছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও’র তথ্যানুযায়ী, বিশ্বে ৯০ শতাংশের বেশি মানুষ দূষিত বাতাসে শ্বাস নেয় এবং ৬৫ লাখ মানুষ বায়ু দূষণ জনিত রোগে ভুগে মারা যায়।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2016, 03:37 PM
Updated : 28 Sept 2016, 03:37 PM

এনডিটিভি  জানায়, সম্প্রতি প্রকাশিত ডব্লিউএইচও’র প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় বায়ু দূষণ জনিত রোগ ভুগে প্রতিবছর প্রায় ৮ লাখ মানুষের মৃত্যু হয়। ২০১২ সালের তথ্যানুযায়ী, তাদের অন্তত ৭৫ শতাংশের বাস ভারতে।

বিশ্বের সবচেয়ে দূষিত ১১টি মেগা-সিটির তালিকায় ভারতের দিল্লি, মুম্বাই ও কলকাতা রয়েছে। তালিকায় চীনের দুইটি নগর স্থান পেয়েছে বলেও জানিয়েছে ডব্লিউএইচও।

আর বস্তুকণা জনিত দূষণ গণনায় নিলে চীনের রাজধানী বেইজিংয়ের তুলনায় ভারতের রাজধানী দিল্লি দুই গুণ বেশি দূষিত।

দিল্লিতে ডব্লিউএইচও’র আঞ্চলিক উপদেষ্টা লেসলি অনইওন বলেন, “গড়ে বিশ্বের ১০টি নগরের মধ্যে একটি বসবাস ও শ্বাস-প্রশ্বাসের জন্য ডব্লিউএইচও’র বায়ু গুণমান নির্দেশিকা পূরণে ব্যর্থ হয়েছে। সে হিসাবে ৯ জনে একজন মানুষ বায়ুদূষণে মারা যাচ্ছে।”

প্রতিবেদনের তথ্যানুযায়ী, বায়ু দূষণে অকালে মারা যাওয়া ৯৪ শতাংশের বেশি মানুষ হৃদরোগ, ফুসফুসের দীর্ঘস্থায়ী অসুখ ও ফুসফুসে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায়।

অকালে মারা যাওয়া বাকিরা পাঁচ বছরের কম বয়সী শিশু, যারা শ্বাসযন্ত্রের তীব্র সংক্রমণের কারণে মৃত্যু বরণ করে।