স্ত্রীকে নিয়ে দিল্লির আকশারধাম মন্দিরে ঋষি সুনাক

সেখান থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রী যান রাজঘাটে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2024, 02:03 PM
Updated : 9 Feb 2024, 02:03 PM

জি২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে স্ত্রী আকশাতা মূর্তিকে সঙ্গে নিয়ে দিল্লির আকশারধাম মন্দিরে গেলেন ভারতীয় বংশোদ্ভুত ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।  

রোববার সকালে কড়া নিরাপত্তার মধ্যে ঋষি সুনাক ও তার স্ত্রী বিশ্বের সবচেয়ে বড় এই হিন্দু মন্দিরে যান এবং পূজা দেন। সেখান থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রী যান রাজঘাটে, সেখানে অন্যান্য বিশ্বে নেতাদের সঙ্গে তিনি মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। 

ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর পূর্বপুরুষের দেশ ভারতে এটাই ঋষি সুনাকের প্রথম সফর। শনিবার তিনি বলেছিলেন, সময় করে একটি মন্দিরে তিনি যেতে চান। তাছাড়া তিনি এবং তার স্ত্রী আকশারা দিল্লিতে তাদের পছন্দের রেস্তোরাঁও ঘুরে আসতে চান, যেখানে তারা একসময় নিয়মিত বসতেন।

ভারতের সফটওয়্যার বিলিওনেয়ার নারায়ণ মূর্তির মেয়ে আকশাতার জন্ম ভারতে, সেখানেই তিনি বেড়ে উঠেছেন।

ঋষি সুনাক এর আগে বলেছিলেন, “ভারতে ফিরে আসতে পেরে আমি আনন্দিত। এ দেশ আমার খুব কাছের এবং প্রিয়।”

তিনি বলেন, “এ এক বিশেষ সফর বৈকি। কোথাও কোথাও আমাকে ভারতের জামাই বলে সম্বোধন করা হয়েছে। আশা করি স্নেহের জায়গা থেকেই সেটি বলা হয়েছে।”

সংবাদসূত্র: এনডিটিভি

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)