ছন্দপতনের বইমেলাতেও আনন্দ
একটা দেশ গঠিত হয় বিভিন্ন গ্রুপের সহাবস্থানে। প্রত্যেক গ্রুপের নিজেদের পছন্দের এবং অপছন্দের বই আছে। প্রতিটা গ্রুপ ইচ্ছে করলে দলবেঁধে তাদের অপছন্দের বই যারা প্রকাশ করে তাদের স্টলগুলো গুঁড়িয়ে দিতে পারে। ফল হবে, মেলায় আর কোনো স্টল দাঁড়ানো থাকবে না।