বাজেট অধিবেশন ও ‘বাজেট’ নিয়ে আলোচনা
প্রস্তাবিত বাজেটে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ সংশোধনের যে প্রস্তাব করা হয়েছে, সে ব্যাপারে কোনো অগ্রগতি হলেও বোঝা যেত– অন্যদের দিকে আঙুল তোলার সময় নিজেদের নৈতিক জায়গাটি মেরামতের একটা বিলম্বিত চেষ্টা অন্তত তাদের দিক থেকে রয়েছে!