দুর্নীতি ও দুঃশাসনের প্রতিবেশও ভাঙতে হবে
স্বৈরতন্ত্রের তৃতীয় ঢেউয়ে দেখা যায় গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রতিনিধিরাই একসময় স্বৈরশাসকে পরিণত হচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় এসে ক্রমান্বয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো নষ্ট করে ফেলছে। রাষ্ট্র ব্যবস্থাকে ব্যক্তি বা দলের স্বার্থে ব্যবহার করছে, যেমনটা করেছে শেখ হাসিনা সরকার।