কীভাবে সুস্থ থাকবেন ঈদের দিনগুলোতে?
পরিবারের সঙ্গে ঈদ করতে অধিকাংশ মানুষের যাত্রা করতে হয় লম্বা পথ। ফলে অসুস্থ হয়ে পড়ে অনেকে। তাই যাত্রা পথে উচিত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। গন্ত্যবে পৌঁছে পর্যাপ্ত বিশ্রাম নিলে অনেকটাই কমে যায় ঈদের সময় অসুস্থ হওয়ার ঝুঁকি।