সরস্বতীর ভেতর দিয়ে আত্মানুসন্ধান
মুশকিলে পড়লেন সৈয়দ মুজতবা আলী। যদিও পূজার আচার-নিয়ম জানতেন তিনি। তাই বলে বামুন সেজে সৈয়দ যাবেন সরস্বতীর পূজা করতে? অবশেষে বৃদ্ধার অনুরোধ এবং তার নাতনির উপোস মুখ উপেক্ষা না করতে পেরে গেলেন তাদের বাড়িতে। বিশুদ্ধ সংস্কৃত মন্ত্রোচ্চারণে, নিয়ম-পদ্ধতি মেনে পূজা সারলেন।