লতিফ সিদ্দিকীর ‘বড়শিতত্ত্ব’ ও গণতন্ত্র চর্চার হাল
সংবিধানের ৭০ অনুচ্ছেদকেও ‘সংসদ সদস্যদের গলায় বড়শি’ বলে অনেকে চিহ্নিত করেন। এই অনুচ্ছেদে বলা আছে, কোনো সংসদ সদস্য তার দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে তার সদস্য পদ বাতিল হবে। দলের বিপক্ষে ভোট দেয়া আর জনগুরুত্বপূর্ণ বিষয়ে ভিন্নমত উপস্থাপনও কি দলের বিপক্ষে ভোট বলে বিবেচিত হবে?