ম্যামথ শিকারে কীভাবে চতুর ফাঁদ ব্যবহার করত আদি মানবরা?
তারা কি এইসব ধারাল পাথরের সঙ্গে বল্লম জুড়ে দিয়ে তা নিক্ষেপ করত? বা এইসব প্রাণীকে চারপাশ থেকে ঘিরে এদের খুঁচিয়ে হত্যা করত? অথবা তারা কি এরইমধ্যে আহত প্রাণীর ওপর স্রেফ নিজেদের হাত বসাতো? সেটাই বড় প্রশ্ন।