সাবিনা-মনিকাদের বিদ্রোহে ফুটবলার-কোচ-বাফুফে কার দায় কতটা?
পিতৃস্থানীয় কোচ ছোটনের বিদায় অজানা এক সংশয়ের জন্ম দেয় মেয়েদের মনে। সে সংশয় অচিরেই শঙ্কায় রূপ নেয় পিটারের কঠিন পেশাদার মনোভাবের দেয়ালে ঘা খেয়ে। মেয়েদের ভাষায় তিনি ‘অতি পেশাদার’। দলে জায়গা হারানোর ভীতিও প্রবলভাবে জেঁকে বসে কয়েকজনের মনে।