টানা বৃষ্টিতে ডুবেছে ঢাকা
আশ্বিনের শেষভাগে এক নাগাড়ে তুমুল বৃষ্টিপাতে তলিয়েছে রাজধানীর বেশিরভাগ নিচু সড়ক। কোথাও হাঁটু সমান, কোথাও উরু সমান পানি। বৃষ্টি আর ড্রেনের নোংরা পানিতেই চলছে মানুষ ও যানবাহন। থেমে থেমে বৃষ্টির সঙ্গে ভোগান্তি আরও বাড়িয়েছে যানজট। ঢাকায় বৃষ্টিপাতে জলাবদ্ধতায় ভোগান্তির এই চিত্র বহু পুরনো।