ঘষামাজা সেরে সড়কে নামছে দূরপাল্লার বাস
ঈদযাত্রা ঘিরে সড়কে বাস নামাচ্ছেন মালিকরা। পুরনো বাস ঘষেমেজে চকচকে করছেন, ত্রুটি থাকলে ঠিকঠাক করে নিচ্ছেন। পুরনো বাসের সঙ্গে নতুন বাসও নামাচ্ছেন। রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় গাড়ি মেরামতে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন গ্যারেজের কর্মীরা।