‘সাফারিং’ পার্কের বিদ্রোহী নীলগাই
বন্যপ্রাণীর কাছে সাফারি পার্ক মূলত ‘সাফারিং পার্ক’, যন্ত্রণাময় বন্দি জীবন। বিদ্রোহী নীলগাইটি আমাদের কী বার্তা দিতে চেয়েছে তা বোঝা জরুরি। এই বার্তা পাঠ করতে না পারলে জুলাই অভ্যুত্থানের দায় ও দরদের রাজনৈতিক বন্দোবস্ত অসম্পূর্ণ থাকবে। নিরাপদে নীলগাইটিকে তার উপযোগী বাস্তুতন্ত্রে ফিরিয়ে দেয়া দরকার।