ভারত-পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব ইরান, সৌদি আরবের
“মানুষ এক অখণ্ড সত্তার অংশ, সৃষ্টিতে তাদের মূল এক ও অভিন্ন। যদি একজন ব্যথিত হয়, তবে অন্যরাও স্বস্তিতে থাকতে পারে না,” ইরানি পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া মধ্যস্থতা প্রস্তাবের সঙ্গে ‘বনি আদম’ কবিতার এ চরণগুলো জুড়ে দেওয়া হয়েছে।