২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
আমি আর আমার ছেলে সূর্যকে দুধ খাওয়াতে পারিনি। তার সাথে দুই মাস অন্ততপক্ষে ছয় ফুট দূরত্ব রাখতে হয়েছিল। ওর বয়স তখন মাত্র নয় মাস চলে। আস্তে আস্তে সে-ও বুঝে গিয়েছিল যে মা এখন আর কাছে আসবে না। সে-ও দূরে বসেই খেলত।