নতুন নোটের বাজারে আগুন
রোজার ঈদকে সামনে রেখে বরাবরের মত গুলিস্তানে জমে উঠেছে নতুন টাকার বিকিকিনি। পুরনো ও ছেঁড়া টাকা বিনিময়ের দোকানগুলো ঈদ এলেই নতুন টাকা কেনাবেচার বাজারে রূপ নেয়। ঈদ সালামির জন্য রোজার মাঝামাঝি থেকেই অনেকে ফুটপাতের এসব দোকান থেকে নতুন নোট সংগ্রহ করেন। ব্যাংক থেকে নতুন টাকা না দেওয়ায় এবার চড়া দামে বিক্রি হচ্ছে এসব নোট।