সংবিধান প্রণেতাগণ-১৪: গণপরিষদের আলোচনায় ‘নির্ভেজাল গণতন্ত্রের’ কথা বলেছিলেন তাজউদ্দীন
সংবিধানকে একটা জাতির সবচেয়ে পবিত্র দলিল উল্লেখ করে তিনি বলেন, সংবিধান নামক বইতে কতকগুলি সুন্দর, প্রাঞ্জল ভাষা, কতকগুলি সুন্দর সুন্দর শব্দের বিন্যাস ঘটালেই তার ওপর সংবিধানের উৎকর্ষ নির্ভর করে না। তা নির্ভর করে এর প্রয়োগের ওপর।