আসাদের রক্তাক্ত শার্টে আইয়ুব শাহীর পতন
শহীদ আসাদ যে আন্দোলনে প্রাণ দিয়েছিলেন, যে আন্দোলনে আইয়ুব খানের মতো স্বৈরাচারের পতন হয়েছিল ওই আন্দোলনের কেন্দ্রীয় চরিত্র ছিলেন মওলানা ভাসানী। তার দিকনির্দেশনা অনুযায়ী বাংলার বুকে সংঘঠিত হয়েছে অভূতপূর্ভ এক গণঅভ্যুত্থান।