অপু কেন কনের সাজে?
ভারি লেহেঙ্গা আর গয়না পরে কনের সাজে সেজে কিছু ছবি ফেইসবুকে দিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সেসব ছবি প্রশংসার পাশাপাশি কৌতুহলও ছড়িয়েছে। মন্তব্যের ঘরে শুভেচ্ছা জানিয়ে অনেকের প্রশ্ন, ‘কার সঙ্গে নতুন পথচলা শুরু করছেন অপু?” দেখে নেওয়া যাক অপুর নতুন কিছু ছবি।