দিনভর কোরবানির পশুর চামড়া সংগ্রহ, হাতবদলও
সকাল থেকে অলি-গলি ঘুরে কোরবানির পশুর চামড়া সংগ্রহ করেন বিভিন্ন মাদ্রাসা, এতিমখানার শিক্ষার্থী ও প্রতিনিধিরা। হাতে গোনা মওসুমি ফরিয়াও চামড়া কিনে থাকেন। দিন শেষ হওয়ার আগেই বেশির ভাগই সেগুলো মওসুমি ব্যবসায়ী, আড়ত বা ট্যানারির প্রতিনিধির কাছে বিক্রি করে দেন।