মাটিতে থাকা কুকুর আকাশে উড়া পাখির মতোই নির্মল
আমাদের জন্য ছেলের রেখে যাওয়া প্রিয় কুকুর লায়লাকে ত্যাগ করা ছিল কঠিন। আবার আমরা এমন কিছুই করতে চাইনি যা আমাদের ধর্মীয় বিধানের সঙ্গে সাংঘর্ষিক। তাই আমাকে ভালো করে জানতে হয়েছিল ধর্মীয় বিধানে কুকুর নিয়ে কি বলা আছে?