সন্জীদা খাতুন: কীর্তিময়ীর মুখচ্ছবি
সন্জীদা খাতুনকে নিয়ে হাসান আজিজুল হকের এ লেখাটি নেওয়া হয়েছে আবুল আহসান চৌধুরী ও পিয়াস মজিদ সম্পাদিত ‘বড়ো বিস্ময় লাগে হেরি তোমারে’ নামে প্রকাশিত সন্জীদা খাতুন সম্মাননা স্মারক বই থেকে। বইটি ২০২০ সালের ৪ এপ্রিল প্রকাশ পায়। হাসান মারা যান এর পরের বছর ১৫ নভেম্বরে। সন্জীদা চলে গেলেন আজ।