‘আগুনের পরশমণি’: অবরুদ্ধ নগরে জনযুদ্ধের আখ্যান
“উপন্যাসটিতে পাকিস্তানিদের প্রতি সাধারণ মানুষের মনোভাবও দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। দোকানির ইয়াহিয়া খানের ছবিতে থুতু দিয়ে মোছা আর পাকিস্তানের প্রতি এক ভিক্ষুকের গালি সেটিই স্পষ্ট করে। এটি একাত্তরের চেতনায় সাধারণ মানুষকে সম্পৃক্ত করার স্মরণীয় উপন্যাস।”