আর্সেনাল ছেড়ে গালাতাসারাইয়ে তররেইরা

চার বছরের চুক্তিতে তররেইরাকে দলে টেনেছে টার্কিশ সুপার লিগের দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 August 2022, 09:39 AM
Updated : 9 August 2022, 09:39 AM

ক্লাব ক্যারিয়ারে ঠিকানা বদলালেন উরুগুয়ের মিডফিল্ডার লুকাস তররেইরা। আর্সেনাল ছেড়ে নাম লেখালেন তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ে।

টার্কিশ সুপার লিগের ক্লাবটির পক্ষ থেকে সোমবার চার বছরের চুক্তিতে তররেইরাকে দলে ভেড়ানোর কথা জানানো হয়। আর্থিক বিষয়ে কিছু বলা হয়নি। তবে সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তাকে পেতে ৫০ লাখ পাউন্ড খরচ হয়েছে গালাতাসারাইয়ের।

২৬ বছর বয়সী তররেইরা সাম্পদোরিয়া থেকে ২০১৮ সালে আর্সেনালে যোগ দেন। প্রিমিয়ার লিগের দলটির হয়ে প্রায় ৯০টির মতো ম্যাচ খেলেছেন।

শেষ দুই মৌসুম যদিও ধারে খেলেন অন্য ক্লাবে। ২০২০-২১ মৌসুমে খেলেন আতলেতিকো মাদ্রিদের হয়ে; ক্লাবটির লা লিগে জয়ে রাখেন ভূমিকা। গত মৌসুম খেলেন সেরি আর দল ফিওরেন্তিনায়।

গালাতাসারাই একই দিন বেলজিয়ান ফরোয়ার্ড ড্রিস মের্টেন্সকে ফ্রি ট্রান্সফারে দলে টানার কথা জানিয়েছে। ২০২৩ সাল পর্যন্ত ক্লাবটিতে খেলবেন ৩৫ বছর বয়সী এই ফুটবলার।

সবশেষ টানা ৯ বছর নাপোলিতে খেলেছেন মের্টেন্স। সব প্রতিযোগিতা মিলিয়ে দলটির ইতিহাসের সবচেয়ে বেশি ১৪৮ গোল করেছেন তিনি।