পেশির চোটে ভুগছেন ক্রুস

আরও লম্বা হলো রিয়াল মাদ্রিদের চোট পাওয়া খেলোয়াড়দের তালিকা। পেশির চোটে ভুগছেন দলটির জার্মান মিডফিল্ডার টনি ক্রুস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2020, 01:06 PM
Updated : 28 Sept 2020, 01:39 PM

লা লিগায় গত শনিবার রাতে রিয়াল বেতিসের মাঠে দলের ৩-২ গোলে জেতা ম্যাচে প্রথমার্ধের শেষ দিকে চোট নিয়ে মাঠ ছাড়েন ক্রুস।

পরীক্ষার পর সোমবার তার পেশির চোটের কথা নিশ্চিত করে রিয়াল। তবে কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে, তা জানানো হয়নি।

মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, ১০ থেকে ১৪ দিন মাঠের বাইরে থাকতে হতে পারে ৩০ বছর বয়সী এই মিডফিল্ডারকে। সেক্ষেত্রে লিগে নিজেদের পরের দুই ম্যাচে রিয়াল ভাইয়াদলিদ ও লেভান্তের বিপক্ষে তাকে পাবেন না কোচ জিনেদিন জিদান।

আগামী মাসে আন্তর্জাতিক বিরতিতে জার্মানির হয়েও নাও খেলা হতে পারে ক্রুসের।

চোটের কারণে আগে থেকেই দলের বাইরে রয়েছেন রিয়ালের এদের মিলিতাও, মারিয়ানো দিয়াস, এদেন আজার, মার্কো আসেনসিও ও মার্সেলো। এর মধ্যে শেষ তিন জন অবশ্য সেরে উঠেছেন। ভাইয়াদলিদ ম্যাচে তাদের খেলার জোর সম্ভাবনা আছে।