বিশ্বকাপ বাছাইয়ের ক্যাম্পে যাচ্ছেন না জনি-ফাহাদ-মতিন
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Aug 2020 06:36 PM BdST Updated: 04 Aug 2020 06:36 PM BdST
চোট কাটিয়ে বিশ্বকাপ বাছাইয়ের ক্যাম্পে ফেরার অপেক্ষায় ছিলেন তারা। কিন্তু এখনই মাশুক মিয়া জনি, আতিকুর রহমান ফাহাদ ও মতিন মিয়াকে ছাড়তে রাজি নয় বসুন্ধরা কিংস। এই তিন খেলোয়াড়কে আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছে লিগের চ্যাম্পিয়ন দলটি। জাতীয় দলের কোচ জেমি ডেও তা মেনে নিয়েছেন।
২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাই উপলক্ষে আগামী শুক্রবার গাজীপুরে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। কদিন আগে বাফুফের দেওয়া ৩৬ জনের প্রাথমিক দলে ছিলেন জনি, ফাহাদ ও মতিন।
গত বছর সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে চোট পান জনি। লিগামেন্টে অস্ত্রোপচার শেষে লম্বা সময় চিকিৎসা নিয়ে সেরে ওঠেন এই মিডফিল্ডার।
একই বছরের এপ্রিলে চেন্নাই এফসির বিপক্ষে আবাহনী লিমিটেডের হয়ে এফসি কাপের ম্যাচ খেলার সময় বাঁ পায়ের লিগামেন্ট ছিড়ে যায় পরে বসুন্ধারা কিংসে যোগ দেওয়া ফাহাদের। মতিন চোট পান বঙ্গবন্ধু গোল্ড কাপে খেলার সময়।
জাতীয় দলের কোচ জেমি ডে জানান, আপাতত এই তিন খেলোয়াড় থাকছেন না ক্যাম্পে।
“আমরা বসুন্ধরা কিংসের সঙ্গে কথা বলেছি। তারা জনি, ফাহাদ ও মতিনকে এখনই ছাড়তে রাজি নয়। দীর্ঘদিন ধরে চোটে ভোগার কারণে এই তিন জনকে তারা আরও কয়েকটা মাস নিজেদের ক্লাবের অনুশীলনে রেখে পর্যালোচনা করতে চায়; বিষয়টা আমরাও বুঝতে পারছি। এই তিন জন অগাস্ট বা সেপ্টেম্বরে ক্যাম্পে যোগ দিচ্ছে না।”
অধিনায়ক জামাল ভূইয়া বর্তমানে রয়েছেন ডেনমার্কে। প্রথমবারের মতো জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া কাজী তারিক রায়হানও আছেন ফিনল্যান্ডে। এ দুজনের ক্যাম্পে যোগ দিতে দেরি হবে বলেও বাফুফের মাধ্যমে জানিয়েছেন কোচ।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্থগিত থাকা বাছাই পুনরায় শুরু হবে অক্টোবরে। ৮ অক্টোবর সিলেট জেলা স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
-
লেভানদোভস্কির ভবিষ্যৎ নিয়ে ‘চুপ’ মানে
-
ইউভেন্তুস থেকে আতলেতিকোয় ফিরলেন মোরাতা
-
‘আমি ফিরে এসেছি’, ইন্টারে ফিরে উচ্ছ্বসিত লুকাকু
-
ছুটছেন জোকোভিচ, রাডুকানুর বিদায়
-
টিভিতে আজ
-
‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
-
সমান পয়েন্টে সেরি আ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে প্লে-অফে
-
পিএসজি ছাড়লে নেইমারের চেলসিতে আসা উচিত: সিলভা
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- বান্ধবীর সামনে ‘হিরো হতে’ শিক্ষককে পেটান জিতু
- জর্দার পোটলা নিয়ে হজে, ভোগালেন সহযাত্রীদেরও
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- পদ্মা সেতুর নাট খুলে গ্রেপ্তার ‘সাবেক শিবিরকর্মী’
- পদ্মা সেতুতে আবেগাপ্লুত ভারতের পর্যটক
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান