নষ্ট সুযোগগুলো পোড়াচ্ছে বাংলাদেশ কোচকে

প্রথম সুযোগটি নষ্ট করলেন আনুচিং মোগিনি। পরে দলকে গোলবঞ্চিত করল ক্রসবার। থাইল্যান্ডের কাছে হেরে মেয়েদের এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ শুরুর পর তাই ভাগ্যকে দুষলেন বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2019, 06:50 PM
Updated : 15 Sept 2019, 06:50 PM

থাইল্যান্ডের চোনবুরিতে রোববার ‘এ’ গ্রুপের ম্যাচে স্বাগতিকদের কাছে ১-০ গোলে হারে বাংলাদেশ।

তৃতীয় মিনিটে আনুচিংয়ের শট পোস্টের বাইরে দিয়ে যায়। পরের মিনিটে তহুরা খাতুনের শট ক্রসবারে লেগে ফিরে। বাংলাদেশ কোচের মনে হচ্ছে শুরুর সুযোগ নষ্ট না হলে ম্যাচের চিত্র অন্যরকম হতে পারত।

“তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে দুটির একটি গোল হলেই ম্যাচের চিত্র ভিন্ন হতো। থাইল্যান্ডের বিপক্ষে আমরা ভালো খেলেছি। দুভার্গ্যজনকভাবে হেরেছি।”

“আমাদের একটি আক্রমণ ক্রসবারে লেগে ফিরে আসে। অন্য দিকে ফ্রি কিক থেকে ওরা গোল পেয়ে গেলো।”

দ্বিতীয়ার্ধের শুরুতে ফ্রি-কিক থেকে গোল হজম করা বাংলাদেশ পরে আর ম্যাচে ফেরা গোলের দেখা পায়নি। রব্বানী জানালেন নির্দেশনা থাকলেও ভুল করেছে ডিফেন্ডাররা।

“শেষ পর্যন্ত সেই ফাউল থেকেই গোল হলো। নির্দেশনা ছিল ফাউল না করার। মাঝে মধ্যে মেয়েরা ভুল করেছে।”