রিয়াল বেতিসের বিপক্ষেও থাকছেন না মেসি

চোট কাটিয়ে পুরোপুরি অনুশীলনে ফিরেছিলেন লিওনেল মেসি। কিন্তু নতুন করে সমস্যা দেখা দেওয়ায় রিয়াল বেতিসের বিপক্ষে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে দলে রাখেননি বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভেরদে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2019, 08:39 PM
Updated : 24 August 2019, 08:39 PM

এ মাসের শুরুতে পায়ের পেশিতে চোট পেয়ে বার্সেলোনার প্রাক-মৌসুম পর্বের যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেননি মেসি। গত ১৬ অগাস্ট লা লিগায় আথলেতিক বিলবাওয়ের মাছে ১-০ গোলে হেরে যাওয়া নিজেদের প্রথম ম্যাচেও খেলতে পারেননি বার্সেলোনা অধিনায়ক।

তবে চোট কাটিয়ে এই সপ্তাহে পুরো অনুশীলনে ফিরেছিলেন মেসি। রোববার কাম্প নউয়ে হতে যাওয়া লিগের দ্বিতীয় রাউন্ডে বেতিসের বিপক্ষে ম্যাচে তার ফেরার সম্ভাবনাও জেগেছিল। কিন্তু শুক্রবার অনুশীলনে অস্বস্তি বোধ করেন তিনি। তাই শনিবার আবারও তাকে একা অনুশীলন করানোর সিদ্ধান্ত নেয় ক্লাব।

পরে শনিবার সংবাদ সম্মেলনে বেতিসের বিপক্ষে ম্যাচে মেসিকে দলে না রাখার কথা জানান ভালভেরদে।

“মেসি যদি শতভাগ ফিট না থাকে তাহলে সে খেলবে না।”

চোটের কারণে আগে থেকেই বাইরে আছেন আক্রমণভাগের দুই খেলোয়াড় লুইস সুয়ারেস ও উসমান দেম্বেলে। এ অবস্থায় মেসির নতুন এই সমস্যা কোচ ভালভেরদের জন্য স্বাভাবিকভাবেই বড় এক মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ালো।