চোট কাটিয়ে ফিরছেন সালাহ

প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত লিভারপুলের তারকা ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক
Published : 16 Feb 2024, 04:01 PM
Updated : 16 Feb 2024, 04:01 PM

প্রায় এক মাস বাইরে থাকার পর লিভারপুলের হয়ে মাঠে ফিরতে যাচ্ছেন মোহামেদ সালাহ। প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের বিপক্ষে খেলতে মিশরের এই ফরোয়ার্ড প্রস্তুত বলে জানিয়েছেন কোচ ইয়ুর্গেন ক্লপ। 

গত মাসের মাঝামাঝি আফ্রিকান কাপ অব নেশন্সের গ্রুপ পর্বে ঘানার বিপক্ষে মিশরের ২-২ ড্র ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান দলটির অধিনায়ক সালাহ। পরে তার দল বিদায় নেয় টুর্নামেন্টের শেষ ষোলো থেকে। 

লিগে শনিবার ব্রেন্টফোর্ডের মাঠে খেলবে লিভারপুল। আগের দিন ক্লপ জানান, সালাহ পুরোদমে অনুশীলনে ফিরেছেন এবং ম্যাচটি খেলার জন্য তিনি পুরোপুরি ফিট। 

১৪ গোল করে এখন পর্যন্ত চলতি লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা সালাহ। ২৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে লিভারপুল।

লিগে গত শনিবার বার্নলির বিপক্ষে ৩-১ গোলে জয়ের ম্যাচে প্রথমার্ধের পর আর মাঠে নামানো হয়নি ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডকে। হাঁটুর পুরোনো চোটে পড়েছেন তিনি। এই ইংলিশ ডিফেন্ডারের ফেরা নিয়ে তাড়াহুড়ো করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন ক্লপ। 

আগামী ২৫ ফেব্রুয়ারি চেলসির বিপক্ষে লিগ কাপের ফাইনালেও পাওয়া যাবে না অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডকে।