স্প্যানিশ ফুটবল
দলের সঙ্গে থেকে ১৯ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এখনও শিখছেন, বলছেন শাভি এর্নান্দেস।
Published : 15 May 2024, 07:11 PM
অনেক আলোচনার জন্ম দিয়ে গত জানুয়ারিতে বার্সেলোনায় যোগ দেন ভিতো হকে। কাতালান ক্লাবটির ভবিষ্যৎ তারকা হিসেবে বেশ জোরেশোরেই উচ্চারিত হচ্ছিল তার নাম। তবে নতুন ঠিকানায় আসার পর এখনও খুব বেশি খেলার সুযোগ পাননি এই তরুণ। তার সঙ্গে কোচ শাভি এর্নান্দেস কথাই বলেন না, এমন বিস্ফোরক মন্তব্যও সম্প্রতি করেন এই ফুটবলারের এজেন্ট। শাভি অবশ্য বলছেন, হকের কম খেলা নিয়ে এত আলোচনা-সমালোচনার কারণ তার কাছে বোধগম্য নয়। বার্সেলোনা কোচের মতে, দলের সঙ্গে থেকে এখনও শিখছেন ১৯ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
সাত বছরের চুক্তিতে প্রাথমিকভাবে ২০২৪-২৫ মৌসুমে বার্সেলোনায় যোগ দেওয়ার কথা ছিল হকের। তবে চলতি মৌসুমে দলের চোট সমস্যা ও ফিনিশিংয়ে ভোগান্তির কারণে আগেভাগে তাকে দলে আনার সিদ্ধান্ত নেয় লা লিগার দলটি।
এখন পর্যন্ত বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন হকে। এর মধ্যে শুরুর একাদশে ছিলেন মাত্র দুটি ম্যাচে। সব মিলিয়ে স্রেফ ৩১০ মিনিট মাঠে থেকে তিনি গোল করেছেন ২টি।
ক্লাবের আর্থিক সমস্যার মধ্যেও তিন কোটি ইউরো দিয়ে একজন খেলোয়াড়কে এনে এত কম সময় খেলানো নিয়ে উঠছে প্রশ্ন। লা লিগায় আলমেরিয়ার বিপক্ষে ম্যাচ সামনে রেখে বুধবার সংবাদ সম্মেলনে এর ব্যাখ্যা দিলেন কোচ শাভি।
“এভাবেই আমরা পরিকল্পনা করেছিলাম। তাকে এত তাড়াতাড়ি আনার পরিকল্পনা আমাদের ছিল না, গ্রীষ্মের দলবদলে আনার পরিকল্পনা ছিল, যাতে সে এখানে খেলোয়াড় হিসেবে শিখতে পারে। তারপর আমরা সিদ্ধান্ত নিলাম, ক্লাবের জন্য এবং তার জন্য এটাই (আগে আনা) ভালো। গাভি ও (আলেহান্দ্রো) বাল্দের চোটের কারণে আমরা তাকে আগেভাগে দলে আনার সুযোগ পাই, যাতে সে অনুশীলন করতে পারে, ক্লাব ও তার সতীর্থদের সম্পর্কে জানতে পারে, তারপর সতীর্থদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।”
“(কম খেলা নিয়ে) বিতর্ক আমি বুঝতে পারছি না। সে শিখছে। অন্য ফুটবলাররা তার চেয়ে এগিয়ে আছে, যারা ভালো অবস্থায় আছে, আর এই কারণেই সে কম খেলছে।”
স্পেনের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগামী মৌসুমে হকেকে ধারে অন্য কোথাও পাঠানোটা ভালো হবে বলে মনে করছেন শাভি। তবে তার এজেন্ট আন্দ্রে কারি সংবাদমাধ্যমকে বলেছেন, চলে গেলে একেবারে স্থায়ী চুক্তিতেই ক্লাব ছাড়বেন হকে। বিষয়টি নিয়ে বার্সেলোনার ক্রীড়া পরিচালক দেকো ও কারি আগামী সপ্তাহে বৈঠকে বসবেন বলে গণমাধ্যমের খবর।