বার্সা থেকে ধারে পিএসভিতে দেস্ত

ডাচ ক্লাবটির সঙ্গে এক মৌসুমের চুক্তি হয়েছে যুক্তরাষ্ট্র ডিফেন্ডারের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2023, 12:51 PM
Updated : 21 August 2023, 12:51 PM

ফের ঠিকানা পরিবর্তন হল সের্জিনো দেস্তের। বার্সেলোনা ছেড়ে এক মৌসুমের জন্য ধারে পিএসভি আইন্দহোভেনে যোগ দিলেন যুক্তরাষ্ট্রের এই ডিফেন্ডার।

বার্সেলোনা সোমবার এক বিবৃতিতে দেস্তের ক্লাব ছাড়ার খবর জানায়। ২০২৩-২৪ মৌসুমের পুরোটাই পিএসভির হয়ে খেলবেন তিনি।

ধারের মেয়াদ শেষে পিএসভির সামনে সুযোগ থাকবে স্থায়ী চুক্তি করার। সেক্ষেত্রে ভবিষ্যতে ডাচ ক্লাবটি দেস্তকে বিক্রি করলে ট্রান্সফার ফির একটি অংশ পাবে বার্সেলোনা।

আরেক ডাচ ক্লাব আয়াক্স থেকে ২০২০ সালে ২ কোটি ১০ লাখ ইউরোর বিনিময়ে বার্সেলোনায় নাম লেখান দেস্ত। দুই মৌসুমে ক্লাবটির হয়ে ৫১টি লা লিগার ম্যাচ খেলেছেন ২২ বছর বয়সী এই ফুটবলার।

এরপর গত মৌসুমে ধারে খেলেন এসি মিলানে। তবে ইতালিয়ান ক্লাবটিতে সময়টা খুব ভালো কাটেনি দেস্তের। সেরি আয় মাত্র ৮টি ম্যাচ খেলার সুযোগ পান।

যুক্তরাষ্ট্রের হয়ে এখন পর্যন্ত ২৬টি ম্যাচ খেলেছেন দেস্ত। কাতার বিশ্বকাপে দেশটির প্রতিনিধিত্ব করেছেন তিনি।