পটুয়াখালীতে শেষ হলো শিশু সাংবাদিকতার ২ দিনের কর্মশালা

কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2022, 02:52 PM
Updated : 25 Nov 2022, 02:52 PM

পটুয়াখালীতে শিশু সাংবাদিকতা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।

শুক্রবার বিকালে পটুয়াখালী প্রেস ক্লাবের ড. আতহার উদ্দিন মিলনায়তনে কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন পটুয়াখালী সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মফিজ উদ্দিন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আজকের দিনের শিশুরা যেমন আগামী দিনের ভবিষ্যত, তেমনি আজকের এই প্রশিক্ষণ নেওয়া শিশু সাংবাদিকরা আগামী দিনের প্রতিথযশা সাংবাদিক হতে পারে। তোমরা যারা ভবিষ্যতে সাংবাদিতার সঙ্গে পেশাগতভাবে যুক্ত হবে, তারা সৎ ও নিরপেক্ষ সাংবাদিকতা করবে। তাহলেই দেশ ও জাতির কল্যাণ আসবে বলে আমার বিশ্বাস।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী প্রেস ক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, জেলা কালচারাল কর্মকর্তা কাজী মো. কামরুজ্জামান, প্রেস ক্লাবটির সাবেক অর্থবিষয়ক সম্পাদক মো. মোখলেছুর রহমান, সাংবাদিক মশিউর রহমান বাবলু।

ইউনিসেফের সহযোগিতায় দুই দিনের এ কর্মশালার আয়োজন করে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা ওয়েবসাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

কর্মশালায় প্রশিক্ষক ছিলেন হ্যালো বিডির নির্বাহী সম্পাদক সুলাইমান নিলয়।

পুরো আয়োজনটি সঞ্চালনা করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পটুয়াখালী প্রতিনিধি ও হ্যালো বিডির তত্ত্বাবধায়ক সঞ্জয় কুমার দাস লিটু।