রাজশাহীতে হাসপাতালে কর্মরত নার্সকে হাতুড়িপেটা

তিনি কম্পিউটারে কাজ করছিলেন; এ সময় এক যুবক পেছন থেকে হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2022, 02:43 PM
Updated : 22 Sept 2022, 02:43 PM

রাজশাহীর মোহনপুরে এক যুবকের হাতুড়ির আঘাতে গুরুতর আহত হয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এক সিরিয়র স্টাফ নার্স।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনায় ওই নার্সকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত শিলা প্রামানিকের (৩০) বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলার সাবাইহাট; স্বামীর নাম বিধান পণ্ডিত। তিনি দীর্ঘদিন ধরে সিনিয়র স্টাফ নার্স হিসেবে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুল কবির জানান, সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে দায়িত্বরত অবস্থায় শিলার ওপর হামলা হয়। তবে হামলাকারীকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

তার মাথায় ছয়টি সেলাই লেগেছে জানিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সটির ওয়ার্ড ইনচার্জ এনামুল হক বলেন, “তিনি কম্পিউটারে কাজ করছিলেন। এ সময় এক যুবক পেছন থেকে হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করে। এক পর্যায়ে শিলার গলা চেপে হত্যার চেষ্টা করে; গলায় আঙুুলের দাগ আছে। “

মোহনপুর থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশে পাঠানো হয়েছে। স্বাস্থ্য কেন্দ্রের সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীকে শনাক্তের চেষ্টা চলছে।”