সুপারি চুরির নালিশ করায় ভাতিজার ছুরিকাঘাতে প্রাণ গেল চাচার

নালিশ করায় বাবা ও ছেলে জামিলের উপর ক্ষুব্ধ হয়ে কথাকাটাকাটি শুরু করে।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2024, 07:02 AM
Updated : 20 Feb 2024, 07:02 AM

বাগেরহাটের মোল্লাহাটে সুপারি চুরির নালিশ করায় ভাতিজার ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হওয়ার অভিযোগ উঠেছে।  

মঙ্গলবার সকালে মোল্লাহাট উপজেলার জয়ডিহি গ্রামের দাঁড়িয়াঘাটা এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছেন মোল্লাহাট থানার ওসি এস এম আশরাফুল আলম। 

নিহত জামিল সরদার (৫৫) ওই গ্রামের মৃত শাহবুদ্দিন সরদারের ছেলে। অভিযোগ ওঠা রইস সরদার জামিলের চাচাতো ভাই ইসরাইল সরদারের ছেলে। 

স্থানীয়দের বরাতে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রইস সম্প্রতি জামিলের সুপারি বাগান থেকে কিছু সুপারি চুরি করেন। এই চুরির বিষয়ে জামিল মঙ্গলবার তার চাচাতো ভাই ইসরাইলের কাছে নালিশ করেন। 

“কিন্তু এই নালিশ করায় বাবা ও ছেলে জামিলের উপর ক্ষুব্ধ হয়ে কথাকাটাকাটি শুরু করে। এক পর্যায়ে ভাতিজা রইস ঘর থেকে ছুরি এনে জামিলের পেটসহ বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়।” 

পরে বাড়ির লোকজন এসে জামিলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ওসি  আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

হত্যায় জড়িতরা পালিয়ে গেছে, তাদের ধরতে পুলিশ চেষ্টা করছে বলেও জানান তিনি।