সাভারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

বাইরে থেকে দরজা লাগানো দেখে প্রতিবেশীরা ঘরে ঢুকে নুরজাহানের ঝুলন্ত মরদেহ দেখতে পান বলে জানায় পুলিশ। 

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2023, 01:04 PM
Updated : 25 July 2023, 01:04 PM

ঢাকার সাভার উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্বামী পলাতক রয়েছেন বলে পুলিশের ভাষ্য।

মঙ্গলবার সকালে উপজেলার কমলাপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা বলে সাভার মডেল থানার এসআই মোকলেছুর রহমান জানান।

নিহত নুরজাহান বেগম (৩৭) উপজেলার বিরুলিয়া ইউনিয়নের ভবানিপুর এলাকার নুর ইসলামের মেয়ে। নুরজাহান তার স্বামী হানিফ মিয়াকে (৪৬) নিয়ে ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ঘটনার পর থেকে হানিফ পলাতক রয়েছেন।

প্রতিবেশীদের বরাত দিয়ে এসআই মোকলেছুর রহমান বলেন, “নুরজাহানের তিন সন্তান কয়েকদিন ধরে তাদের নানির বাড়িতে ছিল। সোমবার রাতে পারিবারিক কারণে নুরজাহান ও হানিফকে ঝগড়া করতে শোনেন প্রতিবেশীরা।”

তিনি বলেন, “এরপর সকালে নুরজাহানের ঘরের দরজা বাইরে থেকে লাগানো দেখে তারা ভেতরে ঢুকে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

“খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়।”

এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা প্রস্তুতি প্রক্রিয়াধীন; এ ছাড়া পলাতক হানিফকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।